নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শণাক্তকরণ শিবির।রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের মগরাজঘাট গ্ৰামে উজ্জ্বল সেবা সংঘ ট্রাস্ট এর উদ্যোগে আশার আলো প্রতিবন্ধী সোসাইটির সহযোগিতায় প্রতিবন্ধী চিহ্নিত করন ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পটির নেতৃত্বে ছিলেন ডাক্তার অশোক পাল। ৬০ জন প্রতিবন্ধী তাদের নাম নথিভুক্ত করান।
ক্যাম্প শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন সংঘের সভাপতি খোকন চন্দ্র মাইতি।জাতীয় সংগীত পরিবেশন করেন প্রতিবন্ধীরা সহ উপস্থিত ছিলেন কয়েক’শ মানুষ।উদ্বোধনী ভাষন দিতে গিয়ে ২৫ বছর প্রতিবন্ধী মানুষের পাশে থাকা আশার আলোর সম্পাদক অমিত পাল বলেন জেলা হাসপাতাল গুলি ব্লকে ক্যাম্প করা বন্ধ করে দেওয়ায় এই ধরনের উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন।ইতিমধ্যে দাসপুর,কেশপুর,খড়গপুরের সাথে ঝাড়গ্ৰামে র সাকরাইল রোহিনী তে ক্যাম্প করেছেন।কয়েক হাজার প্রতিবন্ধীর নাম নথিভুক্ত হয়েছে ধাপে ধাপে সবার শংসাপত্রর সাথে স্কলারশিপ, মানবিক ভাতা শিক্ষা বাস ও ট্রেনের সুবিধা স্বাস্থ্য বীমা সহযোগিতা করা হবে।
আরও পড়ুনঃ এসএসবি-এর উদ্যোগে সামাজিক চেতনা অভিযান কর্মসূচি
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী ঝর্ণা আচার্য।উনি বলেন সমীক্ষা করে প্রতিটি প্রতিবন্ধী নামের তালিকা সরকারকে প্রস্তুত করতে হবে এবং প্রতিটি প্রতিবন্ধীকে সরকারি সহায়তা দিতে হবে। এদিনের ক্যাম্পে ফিজিও থেরাপির ব্যবস্থা ছিল এবং বাড়ির লোকেদের ও প্রতিবন্ধীকে শিখিয়ে দেওয়া হয়।বিভিন্ন উপভোক্তা বিষয়ে আবেদনপত্র বিতরন ও পুরন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584