নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বাসির আলি লালগোলা ব্লকের নদাইপুরের একজন প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী হলেও পেশায় একজন ঘুগনি বিক্রেতা। নদাইপুর যুব সংঘের সাহায্যে পেয়েছেন প্রতিবন্ধীদের চালানোর মত তিন চাকার হাতে চালানো যানটি। তাকেই পুঁজি করেই বাসির আলি তাঁর রোজগারের পথ বেছে নিয়েছেন।
উনার স্ত্রী অসুস্থ। এক ছেলে থেকেও নেই। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। শুনলে অবাক হবেন প্রতিদিন ৭ কেজি মটরের ঘুগনি নিজে প্রস্তুত করে রাস্তায় বিক্রয় করেন। তাঁর ঘুগনির খুব সুনাম। কারন মাত্র ৫ টাকায় তিনি এক প্লেট ঘুগনি দেন। মাত্র ৫ টাকায় পেট ভরান তিনি। খুব প্রানোজ্জ্বল মানুষ। সব সময় হাসিমুখ।
ঘুগনি খেলে কচিকাচাদের জল তেষ্টা পাবে তার জন্য আছে জলের বোতল। জল শেষ হলে এই প্রতিবন্ধী মানুষটিকে যে বোতল ভর্তি করে জল এনে দেবে তাকে এক প্লেট ঘুগনি খাওয়াবেন বিনামূল্যে।
তিনি চাইলেই ভিক্ষাবৃত্তি করতে পারতেন। পঞ্চায়েত বা বিডিও অফিসে সাহায্যের জন্য ঘুরতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। স্বনির্ভরতা দেখিয়েছেন। এখান থেকেই তিনি হিরো, বাসির আলিকে স্যালুট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584