তুফানগঞ্জে নিখোঁজ বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ মিলল স্কুলের বারান্দায়

0
50

মনিরুল হক, কোচবিহারঃ

নির্বাচনের আগেই রাজ্য-রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আর এই উত্তাপের মাঝেই এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জ মহকুমার এক নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ীর সুভাষ পল্লী এলাকায়।

ambulance | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির অভিযোগ, তাদের দলের স্বপন দাস (৩৬) নামে এক বিজেপি কর্মীকে খুন করে স্কুলের বারান্দায় ঝুলিয়ে রাখেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে নিখোঁজ থাকার পর আজ খোঁজাখুঁজি শুরু করলে পার্শ্ববর্তী অন্দরান ফুলবাড়ী গার্লস হাইস্কুলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কর্মীর দেহ উদ্ধার হয়।

family | newsfront.co
শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র

মৃত ওই বিজেপি কর্মীর নাম স্বপন দাস। মৃতদেহ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।এ বিষয়ে মৃত ওই বিজেপি কর্মীর স্ত্রী চুমকি দাস জানিয়েছেন,”গতকাল সকাল থেকেই আমার স্বামী নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি শুরু করলে আজ পার্শ্ববর্তী অন্দরান ফুলবাড়ী গার্লস হাই স্কুলের বারান্দায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই।”

আরও পড়ুনঃ কেশপুরে মৃত দলীয় কর্মীর পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান তৃণমূল জেলা সভাপতির

এরপরই তিনি আরও জানান, তিনি এবং তার স্বামী দুজনেই বিজেপির সক্রিয় কর্মী ছিলেন।তৃণমূলের তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি তথা জেলা মুখপাত্র শিবপদ পাল বলেন, ‘আমি যতদূর জানি, ওই ব্যক্তি শ্বশুরবাড়িতে থাকতেন।পারিবারিক অশান্তির কারণে তিনি সুইসাইড করেছেন।

আরও পড়ুনঃ ইসলামপুরে স্ত্রীর প্রেমিকের হাতে খুন স্বামী

বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়।’পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here