নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গলায় ফাঁস লাগিয়ে মাঝবয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কাঁটাবেড়িয়া এলাকায়। জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম শশাঙ্ক পাত্র, বয়স আনুমানিক ৫৩ বছর।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মাঝবয়সী ব্যক্তি। পরিবারের তরফ থেকে আরও জানা যায়, সোমবার দুপুর বেলা থেকেই নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ বীরভূমে খুন তৃণমূল কর্মী অভিযোগের তীর সিপিএমের দিকে
এরপর সাথে সাথেই খবর দেওয়া হয় নারায়ণগড় থানায়। খবর পেয়ে তরিঘরি ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584