সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
কেরালায় কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু সামসেরগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম ফারুক মীর (২২)। বাড়ি সামসেরগঞ্জ থানার লস্করপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে সামসেরগঞ্জ থানার লস্করপুর এলাকা থেকে রাজমিস্ত্রীর কাজে কেরলের পাইননুর জেলায় গিয়েছিলেন তিনি। নিত্যদিনের মতো শনিবারও কাজ করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতের পর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

এরপর সকালেই বাসা থেকে কিছুটা দূরত্বে একটি বাগানে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, তাকে খুন করে বাগানে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন পরিবার। রাজমিস্ত্রী কাজে গিয়ে যুবকের এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেরল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেই বাড়ি নিয়ে আসা হবে ফারুক মীরের মৃতদেহ।
আরও পড়ুনঃ কলকাতায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু জলঙ্গির ফেরিওয়ালার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584