বিতর্কিত পোস্টার এখনও ঝুলছে শহরে

0
42

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমান শহরের জেলাশাসকের দপ্তরের দেওয়ালে পুলিশ-প্রশাসন, বর্ধমান আদালতের ল’ক্লার্কদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে যে পোস্টার বা ফ্লেক্স পড়েছিল তার কিছু এখনও একই ভাবে ঝুলছে। যদিও পুলিশ ইতিমধ্যেই পোষ্টার সাঁটানোর অভিযোগে তিনজনকে আটক করেছে।

Hanging Controversial poster at burdwan | newsfront.co
বিতর্কিত পোস্টার। ছবিঃপ্রতিবেদক

ফ্লেক্সে দাবি করা হয়েছে, শ্লীলতাহানি, পকসো আইনেএর ভয় দেখিয়ে বর্ধমান আদালতের ল’ক্লার্কেরা ব্ল্যাকমেল করে প্রতারণা করেন। জেলা প্রশাসনের নাকের ডগায় এই প্রতারণা চলে। জেলা পুলিশ সুপারকে প্রশ্ন করা হয়েছে সমস্ত কিছু জানা সত্ত্বেও থানা কেন কোনো অভিযোগ নিচ্ছে না। এর সঙ্গেই লেখা রয়েছে ‘জনগণ, বিচার চাহিয়া লজ্জা দেবেন না।’ তবে ব্যানারগুলির কোথা থেকে কাদের তরফে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখ নেই।

জেলাশাসকের দপ্তরের দেয়ালে ফ্লেক্স সাঁটানোর পরে বর্ধমান আদালত চত্বরে একটি দেয়ালে পোস্টার মারতে দেখা যায় তিন যুবককে। পুলিশ তাদের আটক করে। পুলিশের দাবি, ওই ব্যক্তিরা দাবি করছে ২০০ টাকার বিনিময়ে এই কাজ তারা করছিলেন। এর বেশি কিছু জানে না।

বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, ফ্লেক্স তিনি দেখেননি। তবে উপযুক্ত প্রমাণ দিয়ে অভিযোগ করতে হবে। এভাবে পোস্টার দিলে হবে না। ব্যক্তিগত শত্রুতার জেরে এসব হয়েছে বলে অনেকের মত।

আরও পড়ুনঃ খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে মৃত ১

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, সরকারি আইনি সহায়তা কেন্দ্রে যে কোন মানুষ অভিযোগ করতে পারেন। বিনামূল্যে মামলার ব্যবস্থা করা হয়। এভাবে অভিযোগ করাকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here