নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এক বৃদ্ধের আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির লাখী গ্রামে ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রবোধ কর(৬৫)।

আরও জানা যায় তার বাড়ি খেজুরি থানার লাখী গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বাড়ির পাশে পুকুর পাড়ে পরিত্যক্ত গাছে তাকে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ ডোমকলে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু
এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় খেজুরি থানার পুলিশকে। খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
পারিবারিক অশান্তি ও দেনার দায়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584