পাঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে খতম পাঁচ জঙ্গি

0
32

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লিতে বিস্ফোরক-সহ একজন আইএসআইএস জঙ্গি গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাব সীমান্তে বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় পাঁচজন জঙ্গিকে খতম করলেন ভারত-পাকিস্তান সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ জওয়ানরা। শনিবার সকালে পাঞ্জাব সীমান্তে এই ঘটনা ঘটে।

Indian Army | newsfront.co
প্রতীকী চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের তরণ তারণ সীমান্তের ওপারে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন ১০৩ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। কিছুক্ষণ বাদে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ওই অনুপ্রবেশকারীরা।

আরও পড়ুনঃ এশিয়া মহাদেশের সবথেকে দুর্নীতি প্রবণ দেশ ভারত: সমীক্ষা

সেসময় বিএসএফ জওয়ানরা নিষেধ করলে ওই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পালটা জবাব দেন জওয়ানরাও। এর ফলে ঘটনাস্থলে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। এদিন ভোর পৌনে পাঁচটায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বিএসএফ-এর এক আধিকারিক।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একে ৪৭ রাইফেলস ও দুটি পিস্তল বাজেয়াপ্ত করেছেন বিএসএফ জওয়ানরা। সীমান্তের ওই এলাকায় এখনও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here