শ্যামল রায়, কালনাঃ
বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে এক ঘরের কোণ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে ও হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই মারফত জানাযায় মৃত কর্মচারীর নাম অনিমেষ রায়(২৪)। বাড়ি নাদন ঘাট থানার সমুদ্রগড়ে।
আরও জানা গিয়েছে যে গতকাল রাতে চতুর্থ শ্রেণীর কর্মচারী অনিমেষ রায় ঠিকমতো তার ডিউটি সেরে ঘরে গিয়েছিলো। বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরের ঘরের কোণে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় হাসপাতালে আসা মানুষেরা।
আরও পড়ুনঃ এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, মৃত ৩
দ্রুত হাসপাতালে থাকা কর্মীদের ও পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই কর্মচারী। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন, মৃত্যুটা বেদনাদায়ক কিন্তু কেন সে আত্মঘাতী হলো নিজেও অবাক হচ্ছেন। গোটা ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে বলে তিনি জানান।
কালনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584