নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল অমৃতবেরিয়া এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম গৌতম সামন্ত,বয়স আনুমানিক ১৮ বছর। জানা গিয়েছে গৌতমের ৪ মাস আগে বিয়ে হয়, বিয়ের পর স্বামী – স্ত্রীর মধ্যে প্রায় বচসা হত। গত শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি গৌতম।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ৫০ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই
অবশেষে শনিবার স্থানীয় এক ক্লাবে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেয়া হয় নন্দকুমার থানায়। নন্দকুমার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছে ওই যুবক। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584