নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাতের অন্ধকারে এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্ৰামে। জানা গেছে ,মৃত কিশোরীর নাম শ্রাবন্তী মাঝি বয়স ১০। বাবার নাম শ্রীমন্ত মাঝি ও মায়ের নাম ঝুমন মাঝি। বড়ঞা থানার পছিপাড়া গ্রামের বাসিন্দা ।
মৃতের পরিবারের দাবি, রাতের অন্ধকারে সকলের চোখের আড়ালে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । তবে সূত্রের খবর, রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে ওই কিশোরীর মৃতদেহ। আত্মহত্যা বলা হলেও মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি, জানিয়েছেন গ্রামবাসীরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা মৃতের বাড়িতে এবং পরে বড়ঞা থানায় খবর দেয়।
আরও পড়ুনঃ কান্দিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক মহিলা
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় তবে ঠিক কিভাবে বা কি কারনে মৃত্যু হলো ওই কিশোরীর তা এখনো অস্পষ্ট মৃতের পরিবারের কাছে। সম্পূর্ণ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584