অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
গুরু রাহুল দ্রাবিড়কে জন্মদিনের উপহার। হ্যামস্ট্রিংয়ে চোট, সেই নিয়েও ভারতের হার বাঁচিয়েছিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বিরুদ্ধে ব্যাট করে সিডনি টেস্ট ড্র করে ভারতের হার বাঁচান। দ্রাবিড় তার কায়দায় বিহারির ব্যাটিং দেখে মুগ্ধ হন।
হনুমা বলেন,“সিডনি টেস্টের পর দ্রাবিড় লিখে পাঠিয়েছিলেন ‘দারুণ, খুব ভাল খেলেছ।” দ্রাবিড়ের মতো কিংবদন্তি ক্রিকেটারের থেকে এই ছোট্ট বার্তা পেয়েই আপ্লুত হনুমা।
ভারতীয় দলের বহু ক্রিকেটারই কোচ হিসেবে পেয়েছিলেন দ্রাবিড়কে। ভারত এ দলে খেলার সময় হনুমার কোচ ছিলেন দ্রাবিড়।
আরও পড়ুনঃ জিতলেও আক্রমণ নিয়ে অখুশি হাবাস
হনুমা বলেন, “সিরাজ, সাইনি, শুভমন, ময়াঙ্ক, আমি একসঙ্গে অনেক দিন ভারত এ দলের হয়ে খেলেছি। সেই সময় সকলেই কোচ হিসেবে পেয়েছিলাম দ্রাবিড়কে। আগে ভারত এ দল এত খেলত না। রঞ্জির পরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হতো। দ্রাবিড় ব্রিজ হিসেবে নিয়ে এসেছেন ভারত এ-কে। তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামার আগেই আমরা তৈরি হয়েছিলাম অনেক কিছু শিখেছি উনার থেকে তার একটা হল খেলা ও দলের প্রতি নিষ্ঠা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584