দিনহাটা কলেজে সাংবাদিক হেনস্থা, প্রতিবাদে ধর্না সাংবাদিকদের

0
42

মনিরুল হক, কোচবিহারঃ

Dharna of Journalists | newsfront.co
নিজস্ব চিত্র

ফের সাংবাদিক হেনস্থার ঘটনা কোচবিহারে। বুধবার জেলার দিনহাটা কলেজে এস এফ আইয়ের একটি কর্মসূচির খবর করতে গেলে স্থানীয় এক সাংবাদিকের উপর চড়াও হয় তৃনমূল ছাত্র পরিষদের কর্মীরা বলে, অভিযোগ। এমনকি সায়ন দাস নামে ওই চিত্র সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া সব ছবি মুছে দেওয়া হয়। তৃনমূল ছাত্র, পরিষদের ছাত্ররা তাঁকে হুমকি দেয় কেন সে ওই সংগঠনের খবর করতে কলেজ চত্বরে ঢুকেছে। এই খবর পেয়ে মহকুমা অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

Dharna of Journalists | newsfront.co
ধর্ণা।নিজস্ব চিত্র

এরপরের দিনহাটা, মহকুমারের কর্তব্যরত সাংবাদিকরা দিনহাটা কলেজের অধ্যক্ষের ঘরের কাছে ধর্নায় বসে। প্রায় ১ ঘন্টা ধর্না চলে। পরে কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা বিধায়ক উদয়ন গুহের অনুরোধে ওই ধর্না তুলে নেওয়া হয়। এদনি উদয়ন গুহ ঘটনাস্থলে গিয়ে অন্যান্য, সাংবাদিকদের জানান, এধরনের ঘটনা হয়ে থাকলে তা অবশ্যই নিন্দনীয়।সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অধিকার নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতাভ দত্ত বলেন, এঘটনা নিন্দনীয়। ছাত্ররা যদি, এ ধরনের ঘটনা করে থাকে তাহলে তারা অন্যায় কাজ করেছেন বলে মন্তব্য করেন।

দিনহাটার প্রেস ক্লাবের সম্পাদক সুমন মণ্ডল বলেন, এদিন কলেজে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা স্বীকার হতে হয়। আমরা এঘটনার নিন্দা করে কলেজ অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসি। যদিও কলেজ পরিচালন কমিটির সম্পাদক তথা বিধায়ক উদয়ন গুহ ও কলেজ অধ্যক্ষের অনুরোধে ধর্না তুলে নেই।

আরও পড়ুনঃ ছাত্রকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষককে পেটালো অভিভাবক

এ ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জা বলে আমরা মনে করছে। এবিষয়ে আমরা কলেজ অধ্যক্ষ, দিনহাটা মহকুমা শাসক, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক, দিনহাটা থানার আইসি ও কলেজ পরিচালন সমিতির সভাপতিকে প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here