নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
দুর্নীতি দমন শাখার নাম করে লরি চালকদের হয়রানি করার অভিযোগে সাত ‘ভূয়ো’ আধিকারিকে গ্রেফতার করলো পুলিশ।একই সঙ্গে ‘দুর্নীতি দমন শাখার’র বোর্ড ও নীলবাতি লাগানো একটি গাড়িও আটক করা হয়েছে।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা-গঙ্গাজলঘাটি রাস্তার উপর। বৃহস্পতিবার এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।সূত্রের খবর,বুধবার রাতে ছাতনা-গঙ্গাজলঘাটি রাস্তার উপর ‘দুর্নীতি দমন শাখার অফিসার’ পরিচয় দিয়ে দু’টি লরিকে আটক করেন সাত ব্যক্তি।লরি চালকদের মারধোর করা হয় বলেও অভিযোগ।

এই ঘটনার খবর পেয়ে ছাতনা ও গঙ্গাজলঘাটি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাত ব্যক্তি ও একটি গাড়িক আটক করে।অনেকেই অনুমান করছেন,ঐ লরি গুলিকে ‘ছিনতাই’য়ের কোন উদ্দেশ্য ছিল।

সময় মতো ঘটনাস্থলে পুলিশ চলে আসায় সেই ঘটনা ঘটেনি।সারা রাত জিজ্ঞাসাবাদের পর পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584