যোগীর রাজ্যে ট্রেনে হেনস্থার শিকার কালিয়াগঞ্জের সন্ন্যাসী

0
88

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রম মিশনের মহারাজ স্বামী জ্যোতির্ময় নন্দ উৎপল মহারাজ এবার হেনস্তার শিকার হলেন যোগীর রাজ্য উত্তরপ্রদেশে হাম সফর এক্সপ্রেসে।

swami jyotirmoy nanda | newsfront.co
হেনস্থার শিকার স্বামী জ্যোতির্ময়নন্দ।নিজস্ব চিত্র

ফলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ শহর জুড়ে।জানা যায় ৯ জন ভক্তকে নিয়ে অমরনাথ দর্শন সেরে স্বামীজি বাড়ি ফিরছিলেন হামসাফর এক্সপ্রেস ট্রেনে করে।কিন্তু ফিরতি পথেই দেখা গেল বিপত্তি।এই ট্রেনের ১৩ নম্বর কামরায় ২৬ এবং২৮ নম্বর সিটে তাদের রিজার্ভেশন ছিলকিন্তু তা সত্বেও ট্রেনে কোন একটি স্টেশনে দুই পুরুষ যাত্রী এবং দুই মহিলা ও তার সঙ্গে আরো দুইজন সেই কামরায় উঠে পড়ে এবং স্বামীজীর আসনে বসে পড়ে। এরপর যখন স্বামীজীর তাদের আসন থেকে তাদের সরে যেতে বলে তখনই দেখা দেয় বিপত্তি। তারা সেই আসন থেকে উঠবে না বলে স্বামীজীকে ধমক দেয় এবং বলে তার স্বামী আরপি এফের একজন অফিসার এমন যদি তারা করেন তাহলে তাদের পরিস্থিতি খারাপ করে দেবেন।এটা বাংলা নয় বলে স্বামীজিকে ধমক দেন। এরপর ক্ষনিকের জন্যে তারা চুপচাপ থাকার পর রাত বারোটার সময় যখন লক্ষ্মনও স্টেশনে এই ট্রেন থামে সেই সময় এই অবৈধ যাত্রীগন স্টেশনে নেমে আরপিএফ জওয়ানদের নিয়ে এসে তাদের মারধর করে এবং ট্রেন থেকে প্লাটফর্মে নামিয়ে দেওয়ার চেষ্টা করে।

কোনোক্রমে তারা বেঁচে যান কিছু শুভানুধ্যায়ীদের প্রচেষ্টায়।কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রম মিশনের মহারাজ জানান তারা অমরনাথ দর্শন করে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে যে ধরনের তাদের অভিজ্ঞতা হল তা নজিরবিহীন।

উত্তরপ্রদেশের ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা এতটাই নিম্নমানের যে বলার আর অপেক্ষা রাখে না। স্বামীজি বলেন ভারতবর্ষের বুকে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা তারা কল্পনাও করতে পারেননি।

আরও পড়ুনঃ এবার মতপার্থক্য ‘স্পেশাল রিভিউ’ নিয়ে

কোন বৈধ যাত্রীকে একজনের অভিযোগের ভিত্তিতে যেভাবে আরপিএফ এর জওয়ানরা লক্ষ্মনও স্টেশনে তাদের হেনস্থা করল তা নজিরবিহীন ঘটনা।

স্বামীজি আরো বলেন যারা এই ধরনের ঘটনা ঘটালো তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here