অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার কাছে সীমিত ওভারের সিরিজে হারের পরে প্রশ্ন উঠেছে অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। রোহিত শর্মাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে চর্চা। গৌতম গম্ভীরের মতো অনেকে সেটাই চেয়েছেন, এই আবহেই অন্য কথা বলছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং।
ভাজ্জি বলেছেন, “আমার মনে হয় না নেতৃত্ব নিয়ে কোনও রকম চাপে রয়েছে বিরাট। নেতৃত্ব ওর ক্ষেত্রে বোঝা বলেও মনে করি না। আমার মনে হয় ও চ্যালেঞ্জ নিতে ভালবাসে। ও একজন নেতা যে কি না সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় আর সতীর্থদের সামনে উদাহরণ স্থাপন করে যাতে দল জিততে পারে। এমন চ্যাম্পিয়ন ক্রিকেটার খুব কম এসেছে।”
আরও পড়ুনঃ ওয়ার্নার ছিটকে যাওয়ায় চিন্তা অস্ট্রেলিয়ার
হরভজন আরও বলেন, “আমার মনে হয় না নেতৃত্ব কোনও ভাবে প্রভাবিত করছে বিরাট কোহালিকে। কারণ, একজন ম্যাচ জেতাতে পারে না। বিরাট কোহলি ও রোহিত শর্মা দাঁড়িয়ে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবে, বেশির ভাগ রান করবে, এমনই ধারণা হয়ে গিয়েছে। বাকিরা কি করে তাহলে রাহুল রান করলো তবে ওর ইনিংসটা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584