সম্প্রীতি বিনাশকারী শক্তির বিরুদ্ধে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পদযাত্রা

0
1170

নিজস্ব সংবাদদাতা, কল্যাণী:-

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার     ঘোষের নেতৃত্বে আজ বিশ্ববিদ্যালয়ের  সমস্ত আধিকারিক, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক এবং ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন (আ্যডামস্ বিল্ডিং) থেকে  রাজ‍্যের বাদুড়িয়াসহ সারা দেশে যে বিভেদকামী শক্তি -দেশের মানুষের মধ্যে  দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে ,তার বিরুদ্ধে এক বর্নাঢ্য পদযাত্রার আয়োজন করে।  পদযাত্রায় অংশগ্রহণ করেন কল্যাণী পৌরসভার পৌরপিতা সুশিল তালুকদার, প্রাক্তন ডিন গৌতম পাল, মানস সান্যাল, রেজিস্টার দেবাংশু রায়, পরীক্ষাসমূহের নিয়ামক ড. বিমলেন্দু বিশ্বাস, প্রাক্তন রেজিস্টার সুভাস সরকার, দূর শিক্ষা বিভাগের সহ অধিকর্তা ফারুক আহমেদ, প্রফেসর তপন বিশ্বাস,অধ্যাপক অলোক কুমার ঘোষ, অধ্যাপিকা তনিমা সাহা।

অফিসারদের মধ্যে ছিলেন মৃদুল কুন্ডু, সুকান্ত বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, সুকান্ত মজুমদার সহ প্রতিটা ডিপার্টমেন্ট এর শিক্ষক, গবেষক, কর্মীবৃৃন্দ।

মিছিলে ছাত্র-ছাত্রীগণ।

আর ছিল  কয়েক হাজার ছাত্র-ছাত্রী। এই পদযাত্রা কল্যাণীর সেন্ট্রালপার্ক  ঘুরে প্রশাসনিকভবনে এসে শেষ হয়।

বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং বিভেদকামী শক্তির বিরুদ্ধে  এই প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো।

এই পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্প্রদায়ের কর্মীদের আরও একাত্ব হতে সাহায্য করবে বলে মন্তব্য করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য শঙ্কর কুমার ঘোষ মহাশয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here