নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুধবার ইণ্ডিয়ান ট্রাইবেল কেয়ার ট্রাস্ট ইনিসিয়েটিবের উদ্যোগে মাদারিহাট বীরপাড়া ব্লকের গোপালপুর চা বাগানে অনুষ্টিত হল এক বিরাট ধর্মানুষ্টান ও হরে কৃষ্ণ উৎসব।
উৎসব উপলক্ষ্যে একটি শোভাযাত্রা সহ নগর সংকীর্তন করে সংশ্লিষ্ট এলাকা পরিক্রমা করেন প্রায় পাঁচ শতাধীক কৃষ্ণ ভক্ত।
এদের সাথে পা মেলান রাশিয়া, ইউক্রেন, জাপান প্রভৃতি দেশ থেকে আসা কয়েক জন বিদেশি ভক্ত বৃন্দ। পাশাপাশি ভজন কীর্তন নৃত্য গীত, আরতি, ভগবত ইত্যাদি অনুষ্ঠিত হয়।
মাদারিহাট বীরপাড়া ব্লকের ইস্কোন ট্রাইবেল কেয়ারের প্রচারক মলয় প্রভু বলেন, এটা আমাদের তৃতীয় বর্ষ উৎসব। কৃষ্ণ কথা প্রচারের পাশাপাশি পিছিয়ে পড়া ট্রাইবেল ছেলেমেয়ের বিভিন্ন বিষয়ে পারদর্শি করে তোলাই আমাদের উদ্দেশ্য।
ইউক্রেন থেকে আসা বিদেশিনী কৃষ্ণ ভক্তা রূপা দেবীদাস বলেন, “প্রত্যন্ত এলাকায় গিয়ে সনাতন ধর্মের প্রচার করি। আমরা সবাই ভগবানের এক পরিবার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584