করোনা থাবায় প্রয়াত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন

0
46

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা কেড়ে নিল আরও এক বিশিষ্টজনের প্রাণ। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন-এর। শনিবার রাতে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এপ্রিলের শুরুতেই জ্বরে আক্রান্ত হন তিনি। ৪ তারিখ তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। ৬ তারিখ তাঁর রিপোর্ট করোনা পজিটিভ আসে। পরের দিন থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপরই শনিবার রাতে মৃত্যু হয় তাঁর।

Harisankar Basudeban | newsfront.co
ফাইল চিত্র। চিত্রি সৌজন্যঃ আনন্দ বাজার পত্রিকা

কেমব্রিজ ক্রাইস্টস কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর হওয়ার পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি করেন হরিশঙ্কর বাসুদেবন বিদেশে উচ্চশিক্ষা লাভ করলেও পরবর্তীকালে কর্মক্ষেত্র হিসাবে নিজের দেশকেই বেছে নিয়েছলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া-সহ ভারতের বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছলেন তিনি।

আরও পড়ুনঃ অমিতের দাবি ভিত্তিহীন, চিঠির প্রমাণ স্বরাষ্ট্রসচিবের

দীর্ঘ দিন এই বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকতাও করেছেন ইতিহাসবিদ হরিশঙ্কর। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন তিনি। এর পাশাপাশি তাঁর লেখা বই ‘ইন দ্য ফুটস্টেপস অব আফানাসি নিকিটিন’ এবং ‘শ্যাডোস অব সাবস্ট্যান্স, ইন্দো রাশিয়ান ট্রেড অ্যান্ড মিলিটারি টেকনিক্যাল কর্পোরেশন’ উচ্চশিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ তাঁর মৃত্যুতে শোকের ছায়া ইতিহাস মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here