উমার ফারুক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর ২৮অক্টোবর:
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ব্লক কে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মল ব্লক হিসেবে ঘোষণা করা হয়।গতকাল বারদুয়ারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মল ব্লক পুরস্কার তুলে দেওয়া হয়।প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক দেবাশীষ চ্যাটার্জী,হরিশ্চন্দ্রপুর-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণচন্দ্র দাস,হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম,ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বহু বিশিষ্ট জন।
এই উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়।মালদার বিখ্যাত গম্ভীরা গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।এছাড়াও পুতুল কথা বলা নাটক,নৃত্য,সঙ্গীত পরিবেশিত হয়।হরিশ্চন্দ্রপুর-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণচন্দ্র দাস জানান-নির্মল ব্লক পুরস্কার লাভ করে আমরা খুবই আনন্দিত।তবে পুরস্কার প্রাপ্তিই বড় কথা নয় যথাযথ দায়িত্ব পালন করতে হবে।তিনি ব্লকের সমস্ত নাগরিক কে সারা বছর ধরেই পরিস্কার পরিচ্ছন্ন তা বজায় রেখে ব্লককে নির্মল রাখার আহ্বান জানান।তবে পরিকাঠামো ছাড়া নির্মল ব্লক ঘোষণা করা হল বলে অভিযোগ উঠেছে।এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের বামনেতা রফিকুল আলম জানান-নির্মল বাংলা মিশনের মূল উদ্দেশ্য খোলা মাঠে মলত্যাগ বন্ধ করা।কিন্তু এখনও হরিশ্চন্দ্র পুর-২ ব্লক এলাকায় মুক্ত স্থানে মানুষ মল ত্যাগ করছে।বন্যা কবলিত হরিশ্চন্দ্রপুর-২ব্লক এর সব বাড়িতে শৌচালয় নির্মিত হয়নি।তাই ঘটা করে অনুষ্ঠান না করে মূল উদ্দেশ্য পূরণ করা হোক।কোন মানদন্ডে নির্মল ব্লক ঘোষণা করা হল তা বোধগম্য নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584