নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এলেন কিন্তু ভোট চাইলেন না।আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদার একটি সভাকক্ষে হাজির হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের পীরজাদা সাহেব।বিদায়ী সংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভার প্রার্থী দিব্যেন্দু অধিকারি,সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর সম্পাদক শ্রীধর মিশ্র,শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, শান্তিপুর ১ নম্বর অঞ্চলের প্রধান সেলিম আলী প্রমুখ।
আরও পড়ুনঃ সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী
এদিন পীরজাদা সাহেব বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল হিন্দু মুসলিমদের ভেদাভেদ সৃষ্টি করছে এটা বন্ধ হবার দরকার।কারণ আমরা বিভিন্ন জাতির হতে পারি কিন্তু আমরা সবাই তো মানুষ।তাই কোন রাজনৈতিক দলের প্ররোচনায় পা না দিয়ে হিন্দু,মুসলিম,খ্রিষ্টান,বৌদ্ধ,জৈন, মিলে বন্ধুত্বপূর্ণ মিলন বান্ধব গড়ে তুলি।”
এলেন কিন্তু ভোট চাইলেন না দিব্যেন্দু অধিকারি।রাজনীতির উর্ধ্বে সম্প্রীতি মেলবন্ধন এটা কারো প্ররোচনায় যেন না ভেঙে যায়।এমনই মত পোষন করেন বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী।নির্বাচনী প্রচারের মরসুমে এ এক অন্য চিত্র ধরা পড়লো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584