নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর সদর ব্লকের ৪ নম্বর কঙ্কাবতী অঞ্চলের বাগডুবি গ্রামের কবিতা পাত্রকে স্থানীয় তৃণমূল অফিসের সামনে তিনশোবার কান ধরে ওঠবোস ও জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।এই ঘটনা প্রকাশ্যে আসার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি এই ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানান যে,”মেদিনীপুরের এই ঘটনার কথা শুনেছি।এসব বরদাস্ত করা হবে না।দল।কড়া ব্যবস্থা নেবে।” যদিও এই ঘটনার অভিযুক্তরা এলাকার রকে বসে তাদের বীরত্বের কাহিনী শোনাচ্ছে।
ঘটনার সূত্রপাত নির্বাচনের দিন,সেদিন এলাকার বুথ দখলের বিরোধীতা করেন কবিতা পাত্র শুধু তাই নয় তিনি এলাকার তৃণমূল প্রার্থী কৃষ্ণা সিংহকে সমর্থন না করে নির্দল প্রার্থী শিখা পড়্যাকে সমর্থন করেন।যদিও কবিতা দেবী সর্মথনের অভিযোগ স্বীকার করেন নি কিন্তু বুথ জ্যামের বিরোধিতা করেছিলেন বলে জানিয়েছেন।কবিতা দেবীর বিরুদ্ধে ভোটের দিন তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে জুতো দেখানোর অভিযোগও উঠেছে।
কবিতা দেবী নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছেন।তাঁর স্বামী গোপাল পাত্র গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় তৃণমূলের টিকিটে নির্বাচিত প্রতিনিধি ছিলেন।এইবার মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি প্রার্থী হন নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584