দিল্লির পর হরিয়ানাতেও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ

0
64

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

দিল্লির পর আজ লকডাউনের মেয়াদ বৃদ্ধি হল হরিয়ানাতেও। এর আগে ১৭মে পর্যন্ত জারি ছিল লকডাউন, এবার তা ২৪ মে পর্যন্ত করা হল। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ টুইট করে ঘোষণা করেন, করোনা পরিস্থিতির ওপর বিচার করে সে রাজ্যে ২৪মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন।

complete lockdown | newsfront.co

‘লকডাউন’ শব্দবন্ধের বদলে ‘মহামারি অ্যালার্ট- সুরক্ষিত হরিয়ানা’ শব্দবন্ধটি ব্যবহার করছে হরিয়ানা সরকার। অনিল ভিজ টুইটারে লিখলেন, ‘মহামারি অ্যালার্ট- সুরক্ষিত হরিয়ানা’ ১৭ মে থেকে ২৪ মে পর্যন্ত বৃদ্ধি করা হল।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে গঙ্গার ধারে কবরস্থ হাজার হাজার মৃতদেহ, বাড়ছে সংক্রমনের আশঙ্কা

উল্লেখ্য, হরিয়ানার মুখ্যমন্ত্রী আগেই জমায়েত রুখতে নাইট কারফিউ জারি করেছিলেন। জরুরী পরিষেবা ছাড়া বেশ কয়েকটি ক্ষেত্রেই জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এছাড়া রাজ্যবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই নজরদারি আরও কড়াকড়ি হবে বলে জানিয়েছে হরিয়ানা সরকার। হরিয়ানায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪৪ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here