নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর অনুপ্রেরণায়, টিম সোহম ও হাসি খুশি ক্লাবের যৌথ উদ্যোগে, এই কঠিন পরিস্থিতিতে করোনা রোগীদের পাশে সবরকম ভাবে থাকার প্রয়াস নেওয়া হয়েছে৷ অক্সিজেন, ওষুধ, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে টিম সোহম ও ‘হাসি খুশি ক্লাব’।
কোভিড হলে জানালে তাদের বাড়ি গিয়ে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে। বর্ষীয়ান নাগরিকদেও পাশে আছে এই টিম।বরানগর পুরো অঞ্চল থেকে শুরু করে দমদম, শ্যামবাজার, কাশিপুর, বেলগাছিয়া, সোদপুর, ব্যারাকপুর এবং সাউথের কিছু অঞ্চলে যতটা সম্ভব হচ্ছে তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ করোনার কবলে টলিউডের আরও চার
কারো যদি বেসরকারি ক্ষেত্রে বেডের ব্যবস্থা লাগে তারা নিজেদের সাধ্যমতো বেড জোগাড় করে দেওয়ার চেষ্টা করছে। কোভিড রোগীদের নিয়ে হসপিটালে অ্যাডমিট করা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা, সব কিছুই তারা করছে এবং ভবিষ্যতেও করবে। তাদের এই পরিষেবা আরও বৃহত্তর করার পরিকল্পনা রয়েছে।
আগের বার করোনা লকডাউন চলাকালীন ফুটপাথের মানুষদের ও কোভিড রোগীদের পরিষেবা দিয়েছে তারা। এমনটাই জানিয়েছেন’হাসি খুশি ক্লাব’ ও টিম সোহমের সেক্রেটারি শুভংকর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584