হাসিনা- ইমরান ১৫ মিনিটের ফোনালাপ

0
116

মুনিরুল ইসলাম, বাংলাদেশঃ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ২২ জুলাই দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ইমরান খান। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুমানিক ১৫ মিনিট কথা হয়।

Imran and Hasina | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ইহসানুল করিম আরও জানিয়েছেন, প্রথমে দু’জনের কুশল বিনিময় হয়। এরপর ইমরান খান জানতে চান বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে। জবাবে শেখ হাসিনা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান ইমরান খান। তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ ব্যর্থতা-দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশে স্বাস্থ্যের ডিজি’র পদত্যাগ

প্রসঙ্গত, সবশেষ গত বছর ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন পাক প্রধানমন্ত্রী। ৩ অক্টোবর ৪ দিনের ভারত সফরে যান শেখ হাসিনা। এর আগের দিন ইমরান খান ফোন করে তার শারীরিক খোঁজ খবর নিয়েছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here