ঘরে বাইরে চাপের মুখে হাথরাসের জেলা শাসক বদল যোগী সরকারের

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হাথরাসের জেলা শাসকের ভূমিকা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে অবশেষে অনুগত জেলাশাসককে সরিয়ে দিতে বাধ্য হলো যোগী প্রশাসন। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের আমলা স্তরে ব্যাপক রদবদল হয়। হাথরাসের জেলাশাসক প্রবীণ কুমারকে লক্সকরকে মির্জাপুরে বদলি করা হয়েছে। মোট ১১ জন আইএএস অফিসারকে অপসারণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

yogi adityanath | newsfront.co
যোগী আদিত্যনাথ- ফাইল চিত্র

হাথরাসের ঘটনার পর লক্সকরকে নিয়ে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে যোগী সরকার। বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয় বিজেপি সরকারের। সর্বোপরি, তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যোগী সরকারকে ভর্ৎসনা করে এলাহাবাদ হাইকোর্ট।

আরও পড়ুনঃ ভাইকে দলে টেনে কাঁথি থেকে তৃণমূলকে ঝেঁটিয়ে সাফ করার ডাক শুভেন্দুর

নির্যাতিতার দেহ জোর করে রাতের অন্ধকারে পরিবারের অমতে জ্বালিয়ে দেওয়ার নেপথ্যে নির্দেশ ছিল এই লক্সকরেরই। তা অনুধাবন করতে পেরেছিল হাইকোর্ট। তবে লক্সকরকে সরানোর জন্য বিভিন্ন রাজনৈতিক চাপ আসছিল বলে হাইকোর্টে জানায় উত্তরপ্রদেশ সরকার।

লক্সকরের পরিবর্তে উত্তরপ্রদেশ জল নিগমের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর রমেশ রঞ্জনকে হাথরাসের জেলাশাসকের পদে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, অতি সম্প্রতি হাথরাস কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে চার অভিযুক্তের বিরুদ্ধে ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের চার্জ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ মঞ্চে উঠে কেঁদে ফেললেন! পদ্ম পতাকা না ধরেই সভামঞ্চ ছাড়লেন তৃণমূল নেতা

হাথরাস আদালত এবার এই চার্জশিটের ভিত্তিতে ট্রায়াল শুরু করবে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৭৬ এ, ৩৭৬ ডি এবং ৩০২ ধারায় শ্লীলতাহানি, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে এবং এসসি এসটি আইনেও মামলা দায়ের হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here