শ্যামল রায়,কালনাঃ
সামনেই দুর্গোৎসবসহ একাধিক উৎসব অনুষ্ঠিত হবে কালনা মহকুমার সব জায়গাতেই। পূর্বস্থলীতে অনুষ্ঠিত হবে গাছ মেলা। সমুদ্র ঘরেও অনুষ্ঠিত হবে উৎসব। তাই কালনা মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে কালনা ফেরিঘাটসহ মন্তেশ্বর পূর্বস্থলী এক ও দুই নম্বর ব্লকের সবকটি ফেরিঘাটে নৌকা পারাপারের যাত্রীদের লাইফ জ্যাকেট পরতেই হবে।
ইতিমধ্যে মন্তেশ্বর থানার অন্তর্গত খড়ি নদী পারাপারে নৌকাই যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
মন্তেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন যে,বর্ষার শুরুতেই নদীগুলোর জল বাড়ে তাই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার সর্তকতা হিসাবে আমরা আগে থেকেই নৌকা পারাপারের যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট তুলে দেওয়া হলো নৌকার মাঝিদের হাতে।
তিনি বলেন বর্ষায় নদীগুলোর জল অনেকটাই বেড়ে যায় তাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে দু’বছর আগে কালনায় ভব পাগলার অনুষ্ঠানে যোগ দিতে এসে রাত্রে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে মৃত্যু হয় একুশ জনের।নদীগুলোতে সতর্কতার পাশাপাশি নৌকো পারাপারে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট অবশ্যই পড়তে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।
কালনা মহকুমা পাটুলি সংলগ্ন গঙ্গার তীরবর্তী ফেরিঘাট পূর্বস্থলীতে ফেরিঘাট সমুদ্রগড়ে ফেরিঘাট কালনায় ফেরিঘাট ধাত্রীগ্রাম ফেরিঘাট প্রভৃতি ফেরি ঘাটে পারাপারের জন্য নৌকার যাত্রীদের লাইভ জ্যাকেট যেমন দেওয়া হয়েছে তেমনি অতিরিক্ত যাত্রীবোঝাই যাতে না হয় তার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
পাশাপাশি বড় ধরনের ফেরিঘাট গুলোতে সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে লাইভ জ্যাকেট নিয়ম বিতর্কে ঝড় উঠেছে।
মন্তেশ্বরী হরি নদীতে পারাপারে নৌকো যাত্রীদের জন্য মাত্র পাঁচটি লাইভ জ্যাকেট তুলে দেয়া হয়েছে ওই ফেরিঘাটের মাঝির হাতে। কিন্তু যাত্রীরা প্রশ্ন তুলেছেন যে এই ফেরিঘাটে নৌকোতে ৩০ থেকে ৪০ জন যাত্রী পারাপার করে থাকেন । তাই পাঁচটি লাইফ জ্যাকেট কি আর নিরাপত্তা দিতে পারবে ?
অনেকের কাছে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে প্রতিটি যাত্রীকেই নিরাপত্তা দিতে হলে প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেট বরাদ্দ থাকা উচিত। যদি নৌকো দুর্ঘটনার ঘটনা ঘটেই থাকে তবে
গুটিকয়েক যাত্রীকে বাঁচানো সম্ভব ছাড়া সকলকে বাঁচানো সম্ভব নয়। কারণ পর্যাপ্ত পরিমাণ লাইফজ্যাকেট বিতরণ করা হয়নি ঘাট কর্তৃপক্ষের কাছে। এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে কালনা মহকুমা বেশিরভাগ ফেরিঘাট কর্তৃপক্ষের থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584