নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ফিবছর এই সময় রায়গঞ্জের রাস্তায় জামাকাপড় সাজিয়ে বসতেন শহরের হকাররা। লকডাউনের জেরে তা বন্ধ৷ তাই বর্তমানে মাস্ক বিক্রি করছেন তাঁরা। তাঁদের বক্তব্য, প্রতি বছর এই সময়ে যা ব্যবসা করতেন তা দিয়ে তাদের বেশ কয়েক মাস চলে যেত। এবার রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকার বিভিন্ন দর্জিদের তৈরি মাস্কই বিক্রি করছেন তাঁরা। প্রতি বছর মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় চৈত্র সেল ৷
আরও পড়ুনঃ দুঃস্থদের সাহায্য, একাধিক সংস্থার
হকাররা জানান, সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার লোক বাজারগুলিতে চৈত্র সেলের কেনাকাটা করতে আসতেন। তবে এবার পরিস্থিতি আলাদা। এবার রায়গঞ্জের হকাররা চৈত্র সেলের কথা আর ভাবতে চাইছেন না৷ যেসব হকাররা চৈত্র সেলের সময় জামা কাপড় বিক্রি করা নিয়ে দিনরাত ব্যস্ত থাকতেন, তাঁরাই বর্তমানে ফাঁকা বাজারে মাস্ক, গ্লাভস বিক্রি করে কোনওমতে সংসার চালানোর চেষ্টা করছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584