নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্কুল কবে খুলবে, তা জানা নেই। স্কুল খুললেও পড়াশোনার পরিবেশ স্বাভাবিক হতে বেশ কিছুদিন লেগে যাবে। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে অনলাইন ক্লাস চালু করতে চলেছে এবিটিএ-র ইসলামপুর জোনাল শাখার শিক্ষকরা। সংগঠনের সম্পাদক সোমনাথ মজুমদার জানান, সংশ্লিষ্ট বিষয়ে তারা মহকুমা শাসকের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন এবং তা পেয়েছেন।
খুব শীঘ্রই শুরু হতে চলেছে তা ইসলামপুরে।তাদের সংগঠনের বিশিষ্ট ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ক্লাস নেবেন সেখানে। ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুনঃ ব্যতিক্রমী উদ্যোগ হোমওয়ার্কের খাতা হাতে ছাত্র-ছাত্রীদের বাড়ি পৌঁছলেন প্রধানশিক্ষক
কবে এবং কোন বিষয়ে ক্লাস নেওয়া হবে এবং তা কোন ক্লাসের জন্য তাও পড়ুয়াদের জানিয়ে দেওয়া হচ্ছে। পড়ুয়ারা এ বিষয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখলে শিক্ষকদের ক্লাস চলাকালীন তারা প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবে স্বতঃস্ফূর্তভাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584