শ্যামল রায়, কাটোয়াঃ
বিকল্প আয়ের দাবিতে কাটোয়ায় মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন রেলের হকাররা।
লকডাউনের কারণে অসংগঠিত শ্রমিকরা চরম আর্থিক সংকট রয়েছেন। কর্মহীন হয়ে পড়ায় সংসারে এখন নুন আনতে পান্তা ফোরায়ের মতো অবস্থা। এই পরিস্থিতিতে বুধবার পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার ইউনিয়নের তরফ থেকে কাটোয়া মহকুমা শাসককে বিকল্প আয়ের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

ইউনিয়নের সঙ্গে যুক্ত সিপিএম নেতাদের দাবি, ‘ট্রেনে হকারি করে তারা সংসার চালিয়ে আসছেন। কেউ আবার প্লাটফর্মে ছোট দোকান ঘর করে ব্যবসা চালাতেন। করোনার পরিস্থিতিতে তারা বেসামাল হয়ে পড়েছেন। কর্মহীন হওয়ার কারণে তারা এখন কী করবেন, তা নিয়েই চিন্তিত।’
আরও পড়ুনঃ বেড়েছে দ্বিপাক্ষিক উত্তেজনা,পাক হাইকমিশন দফতর থেকে কর্মী সংকোচন করছে দিল্লি
এদিন হকার্স ইউনিয়নের কয়েকশো হকার ডেপুটেশন জমা দেন মহকুমা শাসকের কাছে। একাধিক দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, প্রতিমাসে অসংগঠিত শ্রমিক হকারদের ৩৫ কেজি খাদ্যশস্য অনুদান হিসেবে দিতে হবে। এছাড়াও প্রতিমাসে ভাত বাবদ তাদের ৭৫০০ টাকা করে দিতে হবে। পাশাপাশি রেশনে খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে।
এইসব দাবির সমর্থনে এদিন বিক্ষোভ দেখান রেলওয়ে হকার্স। পাশাপাশি তারা জানান, করোনার বিষয়ে পর্যালোচনা করে দ্রুত ট্রেন চলাচলের ব্যবস্থা করতে হবে সরকারকে। মহকুমা শাসক প্রশান্ত রাজ শুক্লা জানিয়েছেন, ডেপুটেশনের কপি হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584