নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দীর্ঘ ৩ মাস পর আজ মুর্শিদাবাদের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি প্যালেস খুললো। হাজারদুয়ারী প্যালেস খুললেও দেখা নেই পর্যটকদের। এই পর্যটন কেন্দ্রকে ঘিরে অনেক মানুষ নিজের ও পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করে ।
ব্যবসায়িক থেকে টোটো চালক সকলেই বলেন প্যালেস খুললেও পর্যটক নেই তবে যখন খুলেছে তখন ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারাও দীর্ঘ ৩ মাস পর কিছু আয়ের পথ পাবে।
হাজারদুয়ারি প্যালেসের ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম হালদার বলেন, সমস্ত নিয়ম মেনেই খোলা হলো হাজারদুয়ারি প্যালেস খোলা হয়েছে । পর্যটকদেরকে রীতিমত মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। মাস্ক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
ভিতরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং যন্ত্রের মাধ্যমে পর্যটকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হবে । এবং পেপার টিকিট এর পরিবর্তে অনলাইন বুকিং এর মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। বা প্যালেসের বাইরে বারকোড স্ক্যান করেও টিকিট কাটা যাবে ।
আরও পড়ুনঃ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পে ৫২৭ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
এছাড়া তিনি আরো বলেন ভিতরে প্রবেশের আগে পর্যটকদের রীতিমত নাম, ঠিকানা , মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে এবং প্রতিদিন ১০০০ জন এর বেশি পর্যটককে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584