শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
করোনা রোগীদের জন্য শহর কলকাতায় প্রায় প্রতিদিনই কমছে বেডের সংখ্যা। তার কারণ বিপুল হারে বাড়ছে সংক্রমণ। তাই এবার আর আহমেদ ডেন্টাল কলেজে কলকাতায় করোনা আক্রান্ত আশঙ্কাজনক রোগীদের জন্য নতুন এইচডিইউ ইউনিট চালু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর।
জানা গিয়েছে আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালের নতুন বাড়িতে ৩৮ বেডের এইচডিইউ ইউনিট চালু হবে। এই নিয়ে চুড়ান্ত পর্যায়ের বৈঠক করতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা শিক্ষা ডাঃ দেবাশিস ভট্টাচার্য।
আরও পড়ুনঃ পুজোর পরেই করোনার সুনামি! মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্কবাতা চিকিৎসকদের
যদিও আগে সিদ্ধান্ত হয়েছিল যে আর আর আহমেদ ডেন্টাল কলেজের নতুন বাড়ির একটি নির্দিষ্ট তলায় সেফ হোম করা হবে। পরে কলকাতা শহরে আক্রান্তের সংখ্যা কমে যাওয়াতে সেই পরিকল্পনা স্থগিত হয়।
আরও পড়ুনঃ মাস্ক, গ্লাভসের জন্য দৈনিক ৫ হাজার টাকা বিল! লক্ষাধিক টাকা ফেরাল হাসপাতাল
কিন্তু অতি সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াতে রাজ্য সরকার কলকাতা এবং জেলা দুই-ই জায়গাতেই করোনা চিকিৎসার পরিকাঠামো বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে। সেই কারণেই সেই পুরনো পরিকল্পনাকে ফের প্রয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584