স্কুল পালানো রুখতে উদ্যোগ প্রধান শিক্ষকের

0
180

সুদীপ পাল,বর্ধমানঃ

বাড়ি থেকে স্কুলে আসে পড়ুয়ারা। প্রথম পিরিয়ডের রোল কলের পর ধীরে ধীরে কমতে থাকে পড়ুয়ার সংখ্যা। ক্লাসের পেছনের দরজা দিয়ে প্রথমে খেলার মাঠ, সেখান থেকে পাঁচিল টপকে স্কুলের বাইরে চলে যাচ্ছে তারা।

ছাত্র ছাত্রীদের এই প্রবণতা রুখতে পূর্ব বর্ধমানের ভাতার মাধব পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সোম স্কুল লাগোয়া দোকানদারদের আর্জি জানালেন।

ছবিঃপ্রতিবেদক

স্কুল চলাকালীন গেটের বাইরে কোন পড়ুয়াকে সাইকেল রাখতে দেখলে অথবা গেটের বাইরে ঘোরাফেরা করতে দেখলে যেন স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এই মর্মে একটি আর্জিপত্রও বিলি করেছেন প্রধান শিক্ষক। এর সুফল মিলছে বলে জানান সুব্রতবাবু।

বর্তমানে স্কুলের সংখ্যা প্রায় ১৫৫০। আর্জি জানানোর ফলে ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন আর স্কুলের বাইরে সাইকেল রাখতে দিচ্ছেন না পড়ুয়াদের।ফলে সাইকেল রাখতে হচ্ছে স্কুলের ভিতরে। সাইকেল ফেলে পালাতে পারছে না পড়ুয়ারা।

আরও পড়ুনঃ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, এক শ্রেণীর ছাত্রদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার একটি প্রবণতা রয়েছে।

এইসব পড়ুয়ারা ক্লাসঘরের ফ্যান নষ্ট করা, শৌচাগারের কল ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে নিয়মিত।

ব্যবসায়ীদের অভিযোগ, দোকানের সামনে সাইকেল রেখে দিয়ে অসভ্যতামি করে। স্কুল পালানোর রোগ যে খুব ছোঁয়াছে তা বিলক্ষণ জানেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের এই পদক্ষেপে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে অভিভাবক সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here