চাল-আলু বিতরনের খবর সংগ্রহে হেনস্থা সাংবাদিককে, প্রতিবাদ জেলা জুড়ে

0
70

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বিদ্যালয়ে চাল ও আলু বন্টন নিয়ে দুর্নীতির খবর পেয়ে তা সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষিকার রোষের শিকার হতে হল সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে।

শুধু তাই নয়, তার মোবাইল ছুঁড়ে ফেলে ভেঙেও দেওয়া হলো। এমনই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা সুরের বিরুদ্ধে।

head mistress harass to journalist | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের একাংশর অভিযোগ, সঠিক ভাবে চাল ও আলু বন্টন হচ্ছে না। শুধু তাই নয় সেখানে যেমন সামাজিক দূরত্ব মেনে বন্টন করা হচ্ছে না তেমনি অধিকাংশ অভিভাবক অভিভাবিকা মুখে মাক্স পরে আসেননি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর টুইটের প্রেক্ষিতে ভারতীয় দূতের মন্তব্য ‘ভারত বৈষম্যে বিশ্বাস করে না’

ব্যবহার হয়নি স্যানিটাইজার। এমনকি খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজেও মাক্স ব্যবহার করেননি। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তীব্র প্রতিবাদ করেছে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং উত্তর দিনাজপুর প্রেসক্লাব। জেলা শাসক এ বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here