নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রতিবছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ড। গতবছর বৃষ্টির জমা জলে প্লাবিত হয় আলিপুরদুয়ার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড।
এর উপর রয়েছে অতিবর্ষণে বানবাসিতা।শহরের জল নিষ্কাশন আপ টু দা মার্ক অবধি আসেনি।নিকাশী বেহাল। স্লুইস গেটও বেড়েছে।
আরও পড়ুনঃ ৫০ হাজার চুক্তিভিত্তিক বিএসএনএল কর্মী দীর্ঘ এক বছর ধরে বেতন পায়নি বলে অভিযোগ
কাজ এখনও অনেক বাকি। তাই শনিবার সরেজমিনে অবস্থা খতিয়ে দেখলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা,পুরসভার প্রশাসক শ্রীরাজেশ,আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী,ত্রান পুনর্বাসন দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও সেচ দফতরের বাস্তুকাররা।অতি দ্রুত কাজ শেষ করা হবে বলে জানান তারা।
ত্রান ও পুনর্বাসন দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন,”জলনিষ্কাশন ব্যাবস্থা আজ খতিয়ে দেখা হল। অল্প বৃষ্টিতে শহর ভাসে। স্লুইস গেট করা হয়েছে বেশ কয়েকটি।আগামীতে যাতে পুর বাসিন্দারা সমস্যায় না পড়েন তা দেখা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584