৩৮ জন স্ত্রী, ৮৯ জন সন্তান! মারা গেলেন বিশ্বের বৃহত্তম পরিবারের প্রধান মিজোরামবাসী জিয়না চানা

0
177

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রধান জিয়না চানা। মিজোরামে ৩৮ জন স্ত্রী, ৮৯ জন সন্তান এবং ৩৩ জন নাতি নাতনী নিয়ে ছিল তার পরিবার। ৭৬ বছর বয়সে মারা গেলেন তিনি। গতকাল রাতে আইজলের এক হাসপাতালে প্রয়াত হলেন এই ব্যক্তি।

Ziona Chana | newsfront.co
ছবি: টুইটার

ওই হাসপাতালের এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানান, ‘‘জিয়নার ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেসারের সমস্যা ছিল। গত ৩ দিন বাড়িতেই চিকিৎসা চলছিল তবে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয় জিয়ানকে। হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার।’’

বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা জিয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা। তিনি বলেন, ‘জিয়ানের পরিবারের জন্যই বাকতাং ত্লাংনুম গ্রাম টুরিস্ট স্পটে পরিণত হয়েছিল। বিশ্বের এই বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here