নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
টেন্ডার নিয়ে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুর্শিদাবাদে সাদিখাঁনদেয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান রাশিদা বিবি। রীতিমত সাংবাদিক সম্মেলন করে দলের ব্লক সভাপতি রাকিবুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
সোমবার তিনি জানান, ‘আমরা একই দলের কর্মী। আমার উপর ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি তাদের গুন্ডা বাহিনী দিয়ে আক্রমণ করছেন। কয়েক মাস আগে রাস্তার টেন্ডার নিয়ে ঝামেলার সূত্রপাত। তারপরে কন্ট্রাক্টার বিপ্লবের নেতৃত্বে প্রায় ১০ জন পঞ্চায়েত অফিসে ঢুকে আমাকে প্রাণে মারার চেষ্টা করেন। তখন কোনো রকম ভাবে পালিয়ে থানায় ফোন করলে তারা পালিয়ে যান।
এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। সেইমত একজনকে আটক করেন পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিজেপিকে চোপড়ায় মৃত ছাত্রীর গ্রামে ঢুকতে বাধা পুলিশের
তারপরে ব্লক সভাপতি আমার নামে থানায় লিখিত অভিযোগ করেন। এমন কি থানার ওসি ব্লক সভাপতির কথায় চলছেন। সাধারণ মানুষের কোনো কাজ করছেন না।’
এদিকে ব্লক সভাপতি রাকিবুল ইসলাম জানান, ‘সব মিথ্যা অভিযোগ। দলের মধ্যে থেকে দলের বদনাম করছে এরা। এরা তৃণমূল কর্মী হতে পারে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584