শ্যামল রায়,নদীয়াঃ
নদীয়ার কৃষ্ণগঞ্জ এর বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যার প্রধান অভিযুক্ত অভিজিৎ কুন্ডারীকে গ্রেফতার করল সিআইডি।সোমবার ডেবরার রাধামোহন রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে ওই অভিযুক্তকে।যদিও নদীয়া জেলার পুলিশ সুপার রুপেশ কুমার দাবি করেছেন জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ওই মূল অভিযুক্ত কে।এদিন কলকাতা থেকে কৃষ্ণনগরে আনা হয় অভিজিৎকে এবং জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন: বিধায়ক খুনের ঘটনার পর তৎপর পুলিশ,কোচবিহারে বাড়ল সাংসদের নিরাপত্তা
প্রসঙ্গত উল্লেখ্য যে,গত সরস্বতী পুজোর দিন পুজো উদ্বোধনের সময় গুলিবিদ্ধ হয়ে খুন হন সত্যজিৎ বিশ্বাস।অভিযোগের আঙুল উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।ইতিমধ্যে ২জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।এখনও নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের।ইতিমধ্যেই বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় সারা রাজ্য তোলপাড়।
(ধৃত অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি।ফাইল চিত্র)
যদিও অভিজিৎ কুন্ডারী কে অনেকেই পালাতে দেখে ছিল বলে অভিযোগ।উত্তেজিত জনতা এই অভিজিৎ এর বাড়ি ভাঙচুর চালায়।বিজেপির একাধিক নেতার নামে সত্যজিৎ বিশ্বাস খুনের অভিযোগে জমা পড়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই রাজনৈতিক হত্যাকাণ্ডে তাদের দলের কোনো কর্মী সমর্থক যুক্ত নেই।এটা পরিকল্পিত মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ বিজেপির।
যদিও তৃণমূলের জেলা সভাপতি গৌরী শঙ্কর দত্ত জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপি হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে,বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584