জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর প্রধান শিক্ষক এল কান্দী থানার অন্তর্গত জীবন্তির উদয়চাঁদপুর হাইস্কুলে। মঙ্গলবার
ফজল আলি সেখ মহাশয় এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। খবর জানা মাত্রই এলাকায় ছড়িয়ে পড়ে খুশির হাওয়া।
এলাকায় ছাত্র-যুবদের পক্ষ থেকে প্রধান শিক্ষক ফজল আলি সেখকে সম্বর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়।
দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকাতে ওই স্কুলে বিভিন্ন অসুবিধা হচ্ছিল। প্রধান শিক্ষক আসাতে সেই সমস্ত অসুবিধা দূর করা যাবে বলে মনে করছে এলাকার মানুষ।
প্রধান শিক্ষক ফজল আলি সেখ বলেন, “এই স্কুলে পরিবেশ অনুযায়ী অনেক উন্নয়ন করা যাবে। এর জন্য এলাকার মানুষের সহযোগিতাও প্রয়োজন।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরের ছয় পুরসভার চূড়ান্ত সংরক্ষিত আসন তালিকা প্রকাশ
তবে আমার এর আগে মাদ্রাসায় প্রধান শিক্ষকের অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি একা নয়, সমস্ত সহ-শিক্ষক, পার্শ্ব শিক্ষককে নিয়ে আমরা উদয়চাঁদপুর স্কুলের শিক্ষা থেকে শুরু করে যতটা সম্ভব উন্নয়ন করার চেষ্টা করব।”
উল্লেখ্য, গত বছর প্রধান শিক্ষক এলেও তিনি সপ্তাহ কয়েক পর কলেজে যোগদান করায় প্রধান শিক্ষকের পদ ফাঁকা ছিল। অন্যদিকে এলাকার বিশিষ্ট সমাজসেবী জামান মহাশয় বলেন, “আসলে এই স্কুলে প্রধান শিক্ষক এলে কিছু শিক্ষক এবং এলাকার কিছু সুবিধাভোগী মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে চক্রান্ত শুরু করে, যার ফলে প্রধান শিক্ষক এলেও থাকতে চায় না। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584