নারী দিবসে স্বাস্থ্য সচেতনতা শিবির

0
50

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা শিবির। এদিন বিকেলে মেদিনীপুর সদর ব্লকের রামনগর গ্রামের পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবিরে গ্রামীণ এলাকার একশোর কাছাকাছি মহিলা অংশ নেন। শিবিরে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিংকু চক্রবর্তী, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, পাঁচখুরি ৬/২ গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল সাদেক, কুইজ কেন্দ্রের জেলা সম্পাদক সুভাষ জানা প্রমুখ।

Women Health camp
নিজস্ব চিত্র

শিবিরে নারীদের স্বাস্থ্য ও নারী দিবসের তাৎপর্য নিয়ে কুইজ কেন্দ্রের পক্ষে আলোচনা করেন আল্পনা দেবনাথ বসু, শবরী বসু চৌধুরী, স্নেহাশিস চৌধুরী প্রমুখ। এদিনের শিবির সঞ্চালনা ও পরিচালনা করেন অরিন্দম দাস ও শুভ্রাংশু শেখর সামন্ত।

আরও পড়ুনঃ সম্প্রীতির নজির, হিন্দু বৃদ্ধকে রক্ত দিতে ছুটে আসল মওলানা

এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী সুজাতা সামন্ত দোলই, পূর্ণেন্দ শেখর কালী, অভিজিৎ দে, মনীষিতা বসু, কুইজ কেন্দ্রের সদস্যা সুতপা বসু, সূর্যশিখা ঘোষ, পায়েল পাল, মৃন্ময়ী খাঁড়া, অন্তরা বসু জানা, প্রিয়াঙ্কা মাইতি, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, শুভরাজ আলি খাঁন, সেলিম মল্লিক প্রমুখ। শিবিরের শেষ পর্যায়ে উপস্থিত মহিলাদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিলি করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here