বিজ্ঞান মঞ্চ, সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে BPHC-এর সহযোগিতায় স্বাস্থ্য শিবির জলসুতিতে

0
153

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে এবং সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় শুক্রবার ভরতপুর ২ ব্লকের অন্তর্গত জলসুতি গ্রামে স্বাস্থ্য শিবির করা হয়। মোট ১৭৩ জন গ্রামবাসী স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে চক্ষু পরীক্ষা, সুগার পরীক্ষা, প্রেসার চেক এবং টিবি নিয়ে সচেতনতা করা হয়। প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয় শিবির থেকে।

Paschimbanga Vigyan Mancha
নিজস্ব চিত্র

স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. মাধব ঘোষ এবং ৫২ জনের চক্ষু পরীক্ষা করেন মো. জাকির হোসেন। ২২ জনকে সালার স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, যেখান থেকে বিনামূল্যে তাদের চশমা দেওয়া হবে। ৩ জনের ছানি অপারেশনের জন্য কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়।

Eye check up camp
চক্ষু পরীক্ষা, নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সালার প্রস্তুতি কেন্দ্রের কনভেনর সুদিন চ্যাটার্জী বলেন, “জলসুতি গ্রামে স্বাস্থ্য শিবিরের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই বিজ্ঞান মঞ্চের সালার প্রস্তুতি কেন্দ্র আজ এখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। কারণ গ্রামে ঢোকার রাস্তার এখন যা অবস্থা, তাতে সামান্য জ্বর সর্দি কাশিতে ১০ কিলোমিটার দূরে সালার গিয়ে ডাক্তার দেখানোর জন্য গরীব মানুষ সাধারণত যেতে চান না। তাই এই স্বাস্থ্য শিবিরের জন্যই গ্রামের অনেক মানুষ আজ প্রথম জানতে পারলেন তাদের হাই সুগার এবং হাই প্রেসার।”

Health camp
স্বাস্থ্য শিবির, নিজস্ব চিত্র

স্বাস্থ্য শিবিরটি সফল করতে আন্তরিক সহযোগিতার জন্য সালার হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. শিশির কুমার সরদারকে ধন্যবাদ জানিয়েছেন সালার প্রস্তুতি কেন্দ্রের কনভেনর। তিনি জানান, পরবর্তীতে সালার এলাকার বিভিন্ন প্রান্তে আরও এই ধরনের শিবির করা হবে।

আরও পড়ুনঃ রণগ্রাম ব্রিজ চালু করতে পরীক্ষামূলক ভাবে চালিয়ে দেখা হল যাত্রীবিহীন বাস

এদিন স্বাস্থ্য শিবিরের পাশে এলাকার মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসারের তাগিদে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একটি বুক স্টলও করা হয়। এলাকার মানুষ আগ্রহ সহকারে বইপত্র দেখেন, পড়েন। জলবায়ু সংকট, জলাভূমি ভরাট, করোনা মোকাবিলা, সম্পর্কিত লিফলেটও বিতরণ করা হয় শিবির থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here