বিজ্ঞান মঞ্চ-সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

0
77

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে এবং সালার বিপিএসসি-এর সহযোগিতায় বৃহস্পতিবার ভরতপুর ২ (সালার) ব্লকের অন্তর্গত ধন্ডাঙ্গা গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মোট ১৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষার সঙ্গে এইচআইভি টেস্ট করা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য গ্রামের যারা আসেন, তাদের সিংহভাগই ছিলেন গ্রামের মহিলা। প্রয়োজন মত ওষুধ সরবরাহ করা হয় শিবির থেকে।

Eye checkup camp
নিজস্ব চিত্র

চোখ পরীক্ষার পর ১৮ জন নারী এবং ১৩ জন পুরুষকে সালার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় যেখান থেকে বিনামূল্যে তাদের চশমা দেওয়া হবে। একজনকে কান্দি মহকুমা হাসপাতালে চোখের অপারেশনের ব্যবস্থাও করা হয়।

Health camp
নিজস্ব চিত্র

স্বাস্থ্য শিবিরে জেনারেল ফিজিশিয়ান হিসেবে ছিলেন ডা. মাধব ঘোষ এবং ডা. কাঞ্চন ঘোষ। চোখের পরীক্ষা করেন মোঃ জাকির হোসেন। টিবি নিয়ে সচেতন এবং উপযুক্ত পরামর্শের সঙ্গে টিবি সার্ভে করেন জসীমউদ্দীন। আগত সমস্ত রোগীদের কাউন্সিলিং করেন মাননীয়া নূপুর সাহা।

আরও পড়ুনঃ পুজো কমিটি গুলিকে চেক বিতরণ করলেন বিধায়ক হুমায়ুন কবির

সালার হাসপাতালে বিএমওএইচ ডা. শিশির কুমার সরদার শিবিরটি পরিদর্শন করে যান। সালার প্রস্তুতি বিজ্ঞান কেন্দ্রের কনভেনর সুদিন চ্যাটার্জী বলেন, “আজকের স্বাস্থ্য শিবিরটিকে সফল করতে ডঃ শিশির সর্দারের ভূমিকা অতুলনীয় ও অসংখ্য ধন্যবাদ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here