জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
অতি সাড়ম্বরে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তালিবপুর বিজ্ঞান চক্রের উদ্যোগে এবং সালার ব্লক প্রাথমিক হাসপাতালের সহযোগিতায় তালিবপুর বায়েন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় সম্পুর্ন বিনামূল্যে এলাকার মানুষ জনদের চিকিৎসা প্রদান এবং ওষুধও দেওয়া হয়।
তালিবপুর বিজ্ঞান চক্রের সম্পাদক মাননীয় মুকুলউদ্দিন আনসারী শিবিরটির উদ্ধোধন করে বলেন, বর্তমান অতিমারী পরিস্থিতিতে মানুষকে নিজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই এই শিবিরের মূল উদ্দেশ্য।
এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক মাননীয় ডঃ মাধব বাবু হাই প্রেসার, কোলেস্টরল প্রভৃতি রোগ থেকে আগাম সচেতনতার দ্বারা খুব সহজেই মুক্ত থাকা যায় এ বিষয়ে সচেতন করেন। অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কিশোর কুমার মন্ডল, শিক্ষক রফিকুর রসুল এবং বিজ্ঞান চক্রের সভাপতি মোঃ আরোজ খাঁন। স্বাস্থ্য শিবিরে তালিবপুর তথা পার্শবর্তী গ্রাম থেকে প্রায় ৫৮ জন চিকিৎসা গ্রহন করেন। স্বাস্থ্য শিবিরকে উদ্দেশ্য করে এলাকার মানুষের উদ্দীপনা ছিল প্রবল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584