নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এপ্রিলের শেষে লোকসভা ভোটের দিনকে লক্ষ করে ভোট প্রচারে নামল বিজেপি।ব্লকে ব্লকে বিজেপি শক্তি বৃদ্ধি করতে চা চক্রের পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্রের উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।পাঁচটাকার বিনিময়ে সাধারণ মানুষকে চিকিৎসাদান ও বিনামূল্যে ওষুধ বিতরনের অঙ্গিকার দিলিপ ঘোষের।নারী দিবসের দিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।
আরও পড়ুনঃ রাষ্ট্রীয় হোমিওপাথিক চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন
কেশিয়াড়ি বাস স্ট্যান্ডে ছোট সভা করে উদ্বোধন করেন প্রাথমিক হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্রের।নিয়োগ করেন এক অভিজ্ঞ ডাক্তার কেও।ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন এই হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্রের।দিলিপ ঘোষের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ মন্ডলের সভাপতি সনাতন দোলাই,উত্তর মন্ডলের সভাপতি জগন্নাথ বোস সহ একাধিক বিজেপি নেতৃত্ব।দিলিপ ঘোষ বলেন,’পাঁচ টাকা দিয়ে টিকিট করতে হবে,আর সমস্ত ওষুধ দেবে কেন্দ্র সরকার।’
রাজনৈতিক প্রতিহিংসায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।এমনই দাবি রাজ্য সভাপতির।তিনি বলেন,’মোহনপুরে সভার দিন নারায়ণগড়ে মারামারিতে আহত হন বেশ কয়েকজন কর্মী।তাদের কটকে ভর্তি করতে হয়েছে।
তাদের টাকা দেবে কে?গরিব লোকেরা খরচ পাবে কোথায় আশি হাজার টাকা?কেন্দ্র যেমন স্বাস্থ্যসাথী কার্ড করেছে একইভাবে আয়ুষ্মান কার্ড করবে।শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও চিকিৎসা ক্ষেত্রেও সুবিধা পাবে সাধারণ মানুষ। ডিসপেনসরিতে ভালো ফল পেলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে হাসপাতাল করার সম্ভাবনা বিজেপির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584