নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সালার প্রস্তুতি কেন্দ্রের উদ্যোগে আজ ভরতপুর ২ (সালার) ব্লকের শিরপাড়া গ্রামের শিরপাড়া গোঁসাই জি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আজকের এই শিবিরে ৮৯ জন ভিন্ন বয়সীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, এর মধ্যে ৪১ জন মহিলা ছিলেন। বিজ্ঞান মঞ্চ থেকে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
এছাড়া স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে রোগীদের সুগার মাপা ও সুগার সম্পর্কে সচেতনও করা হয়। শিবিরে বেশিরভাগ গ্রামের প্রান্তিক মানুষই তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এই শিবিরে সহায়তা করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডা: মাধব ঘোষ এবং তাঁকে সহযোগিতা করেন অনিন্দ্য চ্যাটার্জী ও বিএমওএইচ ডা: মৈনাক মণ্ডল। পরস্পরের সহযোগিতায় শিবিরটি সফল করার জন্য আন্তরিক ভূমিকা পালন করেন এদিন।
আরও পড়ুনঃ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম-ওষুধ বিতরণ এক স্বেচ্ছাসেবী সংস্থার
শিবির উদ্বোধন করেন গ্রামের বিশিষ্ট ব্যক্তি জয়দেব ঘোষ এবং গোঁসাইজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ রানো। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি তপন সামন্ত এবং জেলা সম্পাদক পঙ্কজ মণ্ডল।
আরও পড়ুনঃ সালারে লোকাল ট্রেন চালানোর দাবিতে ডিওয়াইএফআইয়ের পথসভা
এছাড়াও সালার প্রস্তুতি কেন্দ্রের বিজ্ঞান কর্মী সুকান্ত ঘোষ, সনৎ সাহা, পার্থ সরকার, খোকন খান, প্রবীর মণ্ডল, জান্নাত শেখ, অতনু মুখার্জী, বিলকিস ফারহা এবং অধ্যাপক জাভেদ ইকবালদের সঙ্গবদ্ধ ভূমিকা শিবিরটিকে সুন্দরভাবে পরিচালিত করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584