নিউজ ফ্রন্ট,মুর্শিদাবাদ: কিশলয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে আজ দেবকুন্ড হাই মাদ্রাসাতে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি দেবকুন্ড হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় সবুর আলি মহাশয়, প্রধান অতিথি ছিলেন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় আনোয়ারুল হক মহাশয়, ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক কবিরুল ইসলাম কঙ্ক, রোটারি আই হসপিটালের চেয়ারম্যান মাননীয় নাসিম হায়দার এবং বিশিষ্ট সমাজসেবী নাজমে আলম।
কিশলয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরে সহ যোগিতার হাত বাড়িয়ে দেন ‘মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হসপিটাল’-এর “বিটস অফ লাইফ” সংগঠনের ডাক্তারগণ।
সকাল ১০টায় স্থানীয় দেবকুন্ড হাই মাদ্রাসাতে এই স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ শুরু হয়। দেবকুন্ড গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের প্রায় দেড় হাজার জন মমানুষকে বিনামূল্যতে চিকিৎসা করা হয় এবং ওষুধ দেওয়া হয়। কিশলয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে সম্পাদক আব্দুল ওদুদ এবং সহ-সভাপতি হাজিকুল আলম জানান, ভবিষ্যতে এই সোসাইটি আরও অনেক জনমুখী এবং সেবামূলক নানা কাজ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584