কবির হোসেন, মুর্শিদাবাদঃ
‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’য় বিধায়ক হুমায়ুন কবির ও মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব কংগ্রেস সভাপতি আনারুল ইসলাম অনির উদ্যোগে সালারে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম, ভরতপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল, সালার থানার ওসি ইন্দ্রনীল মহন্ত।
আজ রবিবার সালার ডাকবাংলো প্রাঙ্গণে সকাল দশটার সময় এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক হুমায়ন কবির। স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন তিনি এবং তার দলীয় কর্মী ও সমর্থকদের এই উদ্যোগকে সমর্থন করার জন্য তাদের সাধুবাদ জানান। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সাহায্যে তিনি এই কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান।
এদিন বিভিন্ন বিভাগের ডাক্তাররা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং উপযুক্ত পরামর্শ এমন কি ঔষধ প্রদান করা হয় বলে জানা যায়। কমবেশি প্রায় হাজারখানেক রোগী এই পরিষেবা গ্রহণ করেন। সাধারণ জনগনের উৎসাহ দেখে আগামীতে এই পরিষেবা আরও ভালোভাবে চালিয়ে যাওয়ার চিন্তাভাবনার কথা জানান বিধায়ক হুমায়ুন কবির।
সাধারণত চক্ষু, ডায়াবেটিস ও বার্ধক্য জনিত সমস্যার চিকিৎসা করার ক্ষেত্রে গ্রাম বাংলার মানুষরা সমস্যায় পড়েন। সেই সমস্যা দূর করে ও সব ধরনের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছাতে পারে সেই কথা মাথায় রেখে সমস্যা সমাধান করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুনঃ কান্দি মহকুমার ‘পথবন্ধু’ প্রশিক্ষণ কান্দি থানায়
এদিন সাধারণ মানুষজন সমস্ত বিশেষজ্ঞদের সামনে তাদের সমস্যার কথা বলেন এবং ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ লাভ করেন। এই সব বিশেষজ্ঞ ডাক্তারদের বিনামূল্যে পরিষেবা গ্রহণ করে এলাকার অনেকেই আপ্লুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584