স্বাস্থ্য পরীক্ষার পরই বাড়ি পৌঁছানো হবে খড়্গপুরে আসা যাত্রীদের

0
37

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার দুপুরে তামিলনাড়ুর কাটপাটি থেকে পরিযায়ী শ্রমিক, রোগী ও রোগীর পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ ট্রেন খড়গপুর হিজলী স্টেশনে আসে। জানা গেছে রাজ্যের প্রায় ১৪৬৪ জনকে নিয়ে এসেছে এই বিশেষ ট্রেন। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের প্রায় ২০০ জন রয়েছেন। বাকিরা রাজ্যের ২১ টি জেলার মানুষ রয়েছেন বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল। স্বাস্থ্য পরীক্ষার পরই তাদের নিজেদের বাড়ি পৌঁছে দেবে জেলা প্রশাসন।

migrants | newsfront.co
নিজস্ব চিত্র

২১টি জেলার মধ্যে যেমন দক্ষিণবঙ্গের জেলা রয়েছে তেমন উত্তরবঙ্গের ও বেশ কয়েকটি জেলার মানুষ রয়েছেন। আপাতত খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এদের সবাইকে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কারুর যদি উপসর্গ দেখা দেয় তবে সঙ্গে সঙ্গে তাঁর লালারসের পরীক্ষা করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এদিন হিজলী স্টেশনে থার্মাল স্ক্রিনিং করা হয় প্রত্যেকের।

আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে রক্তদান শিবির মহিলা তৃণমূলের

৫০ সদস্যের একটি মেডিকেল টিম রাখা হয়েছিল হিজলী স্টেশন। ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা। স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেলে তাদেরকে সরকারি বাসে নিজও নিজও জেলায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক। এদের প্রত্যেককে হাইড্রক্সি ক্লোরোকুইন ওষুধ দেওয়া হচ্ছে। প্রয়োজনে তা ব্যবহার করতেও বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here