নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
একুশের নির্বাচনী ডিউটিতে যোগ দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জরুরী ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু যারা নির্বাচনী ডিউটিতে যোগ দেননি তাদের এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়নি। এদিকে মিড ডে মিলের সামগ্রী বিতরনসহ বিভিন্ন কাজে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্কুল যাতায়াত করতে হচ্ছে, ফলে বাড়ছে সংক্রমিত হওয়ার আশঙ্কা।
আর তাই বাকি টিচিং স্টাফদের অবিলম্বে ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদন জানায় ‘APGTWA’ । এরপরেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয় বাকি টিচিং, ননটিচিং শিক্ষাকর্মীদের ভ্যাকসিন এর জন্য ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ , উওর ২৪ পরগনা, জলপাইগুড়ি জেলায় শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের ভ্যাকসিন প্রদান ও ফ্রন্টলাইন কর্মী বা করোনা যোদ্ধার স্বীকৃতির দাবীতে সোচ্চার ‘APGTWA’ । সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারি ঘোষণা কেন্দ্রের, রাজ্যগুলিকে জানাতে হবে যাবতীয় তথ্য
সংস্থা অনুরোধ জানিয়েছে, ভ্যাকসিন নিতে নির্দেশিকা অনুসারে নিজের তথ্য নথিভুক্ত করুন। টিকা নিন, করোনা স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ছাত্র ছাত্রীরা আমাদের ভবিষ্যত, আর এই ভবিষ্যত প্রজন্মের জন্য আপনার সুস্থ ও সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি, জানিয়েছে ওই সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584