রাজ্যে চব্বিশ ঘন্টার ব্যবধানে লক্ষাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ

0
54

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ভারতে ১৪০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে করোনার আক্রান্তের সংখ্যা। রাজ্যেও প্রতিদিনই গড়ে ৩ জন মানুষ করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। ইতিমধ্যেই রাজ্যে আক্রান্ত ২৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। তাই গোষ্ঠী সংক্রমণ এড়াতে গত ২৪ ঘন্টায় লক্ষাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে পাঠাল স্বাস্থ্য দফতর।

home quarantine | newsfront.co
প্রতীকী চিত্র

প্রত্যেক দিন স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করে, তার হিসেব বলছে সোমবার রাজ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল ৪৭০৯১ জনকে। আর মঙ্গলবার বিকেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫০৪৮২ জনকে। অর্থাৎ এক দিনে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩৩৯১ জনে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সভায় রাজ্যের ৭৩ জন যোগ দেওয়ার বিষয়টি আরও চিন্তা বাড়িয়েছে। এই রাজ্য থেকে নিজামুদ্দিনে গিয়েছিলেন প্রায় ৭৩ জন।

তাদের সকলকেই শনাক্ত করা হয়েছে। প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে তাদের সংস্পর্শে যারা এসেছেন, সে রকম ১১৬ জনকে এখনো পর্যন্ত শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে তারা রয়েছেন এই লক্ষাধিকের মধ্যেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here